নাইরোবিতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, মৃ.ত ৩, আহত ৩০০

কেনিয়ার (Kenya) রাজধানী নাইরোবিতে (Nairobi) একটি বিশাল গ্যাস বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে।

Must read

কেনিয়ার (Kenya) রাজধানী নাইরোবিতে (Nairobi) একটি বিশাল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে। প্রায় ১১.৩০ নাগাদ এম্বাকাসি জেলায় গ্যাস বহনকারী একটি লরি বিস্ফোরণ ঘটায়। তার ফলেই বীভৎস আগুন লেগে যায়। এই ঘটনায় আবাসন, ব্যবসা এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটের ব্লকগুলির কাছে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটছে। সরকারের তরফে জানা যায় একটি গ্যাস প্লান্টে বিস্ফোরণ ঘটেছে। পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন-হেমন্ত সোরেনের গ্রেফতারির কড়া ভাষায় নিন্দা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেনিয়া রেড ক্রস এই মর্মে জানিয়েছে যে তারা ২৭১ জনকে হাসপাতালে নিয়ে গিয়েছে এবং ২৭ জনকে সেখানেই চিকিৎসা প্রদান করেছে। সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা মওয়াউরা জানিয়েছেন আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে । একটি উড়ন্ত গ্যাস সিলিন্ডার একটি গার্মেন্টস এবং টেক্সটাইল গুদামে পড়ার ফলে সেটি পুড়ে গিয়েছিল। দুঃখজনকভাবে, আশেপাশের আবাসিক বাড়িগুলিতেও আগুন লেগেছে, অনেক বাসিন্দা এখনও ভিতরে রয়েছে, কারণ এটি গভীর রাতের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই তারা রীতিমত কেঁপে উঠেছে।

 

Latest article