হেমন্ত সোরেনের গ্রেফতারির কড়া ভাষায় নিন্দা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে গ্রেফতারির আগে বুধবার রাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন হেমন্ত সোরেন।

Must read

ঝাড়খণ্ডের (Jharkhand) নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথগ্রহণ করলেন চম্পাই সোরেন (Champai Soren)। সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। এই অবস্থায় হেমন্ত গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নিজের এক্স হ্যান্ডেলে হেমন্ত সোরেনের গ্রেফতারির কড়া ভাষায় নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী বাহিনীর ‘অপব্যবহারের’ প্রতিবাদে আজ রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদরা ওয়াকআউট করেন ডেরেক ও’ব্রায়েন।

আরও পড়ুন-রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্নায় বসলেন তৃণমূল সভানেত্রী

এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘শ্রী হেমন্ত সোরেন একজন রীতিমত শক্তিশালী আদিবাসী নেতা। তাঁর এই অন্যায় গ্রেফতারির তীব্র নিন্দা জানাচ্ছি আমি। বিজেপি-সমর্থিত কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রতিশোধমূলক কাজ এটা। এটি জনতার নির্বাচিত সরকারকে দুর্বল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র কেন্দ্রের। তিনি আমার ঘনিষ্ঠ একজন বন্ধু। গণতন্ত্র রক্ষার স্বার্থে এই কঠিন সময়ে আমি তাঁর পাশে দাঁড়ানোর শপথ করছি। এই ঘটনার প্রতিবাদে ঝাড়খণ্ডের জনগণ জবাব দেবে। এই যুদ্ধে বিজয়ী হবেন হেমন্ত।’

আরও পড়ুন-প্রয়াত বলিউড তারকা পুনম পাণ্ডে

উল্লেখ্য, আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে গ্রেফতারির আগে বুধবার রাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন হেমন্ত সোরেন। নয়া মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্তের স্ত্রী’র নাম প্রকাশ্যে এলেও পরিষদীয় দলনেতা হিসেবে চম্পাইকে বেছে নেওয়া হয়। আজ ছিল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান।

Latest article