রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্নায় বসলেন তৃণমূল সভানেত্রী

তবে এই ধর্না কর্মসূচির জন্য যাতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ আটকে না থাকে সেই জন্য মঞ্চের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী কার্যালয়।

Must read

আজ, শুক্রবার, বেলা একটা থেকে রেড রোডে ৪৮ ঘণ্টার ধর্না শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে রেড রোডে পৌঁছে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি ধর্নামঞ্চে গিয়ে বসেন। সেখান থেকে নিজেই মাইক তুলে সবাইকে সুশৃঙ্খলভাবে জমায়েতের নির্দেশ দেন। যান চলাচলের যাতে কোনও সমস্যা না হয়, তার দিকে সতর্ক দৃষ্টি তৃণমূল সভানেত্রীর। ধর্না মঞ্চের পাশেই রয়েছে অস্থানীয় কার্যালয়। সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ সারবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-প্রয়াত বলিউড তারকা পুনম পাণ্ডে

লোকসভা ভোটের আগে কেন্দ্রের উপর চাপ বাড়াতে জেলাসফরের মধ্যেই শুক্রবার থেকে বাংলার বকেয়ার দাবি আন্দোলন শুরুর কথা জানিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা পৌনে একটা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে সোজা যান রেড রোডে। প্রথমে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধর্না মঞ্চে গিয়ে বসেন। তাঁর সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, শত্রুঘ্ন সিন্হা, কৃষ্ণা চক্রবর্তী, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা। সকলেরই পরনে রয়েছে কালো পোশাক। সঙ্গে রয়েছে একাধিক প্ল্যাকার্ড, সেখানে ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার বকেয়া-সহ কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে। ৪৮ ঘণ্টা ধর্না চলবে।

আরও পড়ুন-পাহাড়-সমুদ্রের শহরেও স্পিনের দামামা

তবে এই ধর্না কর্মসূচির জন্য যাতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ আটকে না থাকে সেই জন্য মঞ্চের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী কার্যালয়। সেখান থেকেই প্রয়োজনীয় কাজ সারবেন মুখ্যমন্ত্রী।

Latest article