গ্যাসের পাইপলাইন হলদিয়ার জমিতে

জমি নেওয়ার পর গেইল সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ওই সংস্থা জমির দাম মেটাবে। জেলা প্রশাসন জমি মালিকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে

Must read

সংবাদদাতা, হলদিয়া : শিল্পনগরী হলদিয়া থেকে ওড়িশার ধামড়া বন্দর পর্যন্ত গ্যাস পাইপলাইন পাতার জন্য পূর্ব মেদিনীপুরে ৫৪টি মৌজায় জমি নেওয়া হবে। জেলার ছ’টি ব্লক প্রশাসন এজন্য বিজ্ঞপ্তি জারি করেছে। জমির যে অংশের উপর দিয়ে পাইপলাইন পাতা হবে সেখানকার অধিকার থাকবে গ্যাস অথরিটি অব ইন্ডিয়ার (গেইল) হাতে। এজন্য জমি মালিকদের বাজার মূল্যের ২২ শতাংশ দাম দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের বিশেষ ভূমি অধিগ্রহণ দফতর গোটা কর্মকাণ্ডের দায়িত্বে রয়েছে।

আরও পড়ুন-কোর্টের নির্দেশে বিপাকে ববিতা

জমি নেওয়ার পর গেইল সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ওই সংস্থা জমির দাম মেটাবে। জেলা প্রশাসন জমি মালিকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। বিশেষ ভূমি অধিগ্রহণ দফতর সূত্রে জানা গিয়েছে, শহিদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া ও সুতাহাটায় ৫৪টি মৌজার উপর দিয়ে পাইপলাইন পাতা হবে। অর্থাৎ ৫৪টি মৌজায় জমি নেওয়া হবে। গত ২৩ ডিসেম্বর ভূমি অধিগ্রহণ দফতর এবং গেইল সংস্থার পক্ষ থেকে বিডিওদের চিঠি দেওয়া হয়েছে। যেসব মৌজার উপর দিয়ে পাইপলাইন যাবে সেখানকার চাষিদের নোটিশ দিতে হবে। কোন ব্লকের কোন মৌজার উপর গ্যাসের পাইপলাইন যাবে তা নিয়ে বিডিওদের জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সাইবার অপরাধ নির্মূল করতে বিশেষ কৌশল গোয়েন্দাদের, জামতাড়া অভিযান কলকাতা পুলিশের

সংশ্লিষ্ট ব্লকের ব্লক ভূমি অফিসার, থানার ওসি এবং আইসি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানদেরও হয়েছে। এর আগে পূর্ব মেদিনীপুরে ৫১টি মৌজায় গেইলের পাইপলাইনের জন্য জমি নেওয়া হয়েছে। হলদিয়া-জগদীশপুর গ্যাস লাইনের জন্য ওই জমি নেওয়া হয়। জমি মালিকদের নিয়ে শুনানির পর তাঁদের টাকা দেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার চাষিকে ৩০ কোটি টাকা দেওয়া হয়। হলদিয়া- জগদীশপুর পাইপলাইনের জন্য জমি নেওয়ার কাজ প্রায় শেষ।

Latest article