সংবাদদাতা, জলপাইগুড়ি : বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন ধূপগুড়ি বিজেপি মন্ডলের সভাপতি গৌরাঙ্গ দাস সরকার (Gauranga Das Sarkar)। তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আত্মীয়। বৃহস্পতিবার তৃণমূলের উন্নয়নে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর যোগদানে বড় ধাক্কা খেল বিজেপি। কারণ গৌরাঙ্গ দাস সরকারের (Gauranga Das Sarkar) নির্বাচনী এলাকার ১২টি অঞ্চলে বেশ প্রভাব রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর জয়ের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিন তৃণমূলে যোগ দিয়ে বলেন। আমি বিজেপির বর্তমান অবস্থা দেখে আর কাজ করতে প্রস্তুত নই। অতীতে আমি ১২টি অঞ্চলে কাজ করেছি। তবে এবার, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায়ের পক্ষে কাজ করব। তাকে ১০ থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জিতিয়ে আনব।
আরও পড়ুন-বিজেপি নেতাদের প্রকাশ্যে লাথালাথি