ম্যালহাইড পার্কে আজ ভারত-আয়ারল্যান্ড

প্রত্যাবর্তনের ম্যাচে নজরে বুমরা

Must read

ডাবলিন: সঞ্জু স্যামসন নাকি জিতেশ শর্মা। রবি বিষ্ণোই নাকি শাহবাজ আমেদ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে এখন এটাই বড় প্রশ্ন।
আয়ারল্যান্ডের (india- Ireland) বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ শুক্রবার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এটা জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনের ম্যাচ। তিনি ফিরছেন অধিনায়ক হিসাবে। তাঁর হাতে এখন একঝাঁক তরুণ ক্রিকেটার। সামনেই যেহেতু এশিয়া কাপ, এই তরুণরা আয়ারল্যান্ডের তিন ম্যাচকে আঁকড়ে ধরতে চাইছেন। যাতে এখানে ভাল করে হাংঝাউ এশিয়াড দলে জায়গা করে নেওয়া যায়।
ব্যাটারদের মধ্যে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, সবাই এখানে ভাল করতে চাইবেন। বোলারদের মধ্যে বুমরার মতোই অনেকদিন পরে দলে ফিরেছেন প্রসিধ কৃষ্ণও। বুমরা অবশ্য আয়ারল্যান্ডে পৌঁছে নিজের গতি ফিরে পেয়েছেন। নেটে তাঁকে পুরনো মেজাজে বল করতে দেখা গিয়েছে। প্রসিধেরও বুমরার মতো অস্ত্রোপচার হয়েছিল। ম্যানহাইডে বুমরা, প্রসিধ ও অর্শদীপ সিংয়ের হাতে ভারতীয় পেস বোলিংয়ের দায়িত্ব থাকবে।

আরও পড়ুন- সিক্যুয়েলে মাত সিনে দুনিয়া

মুকেশ কুমার ওয়েস্ট ইন্ডিজে ভাল বল করে এলেও শুক্রবারের ম্যাচে সম্ভবত তাঁর আগে থাকবেন অর্শদীপ। সাত নম্বরে অলরাউন্ডার হিসাবে দলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। ব্যাটিংয়ে শুরুতে আসতে পারেন ঋতুরাজ ও যশস্বী। এছাড়া রিঙ্কু সিংয়ের আন্তর্জাতিক অভিষেক হয়ে যেতে পারে আজ। এদিকে, ভারত-আয়ারল্যান্ডের প্রথম দুটি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ক্রিকেট আয়ারল্যান্ড তাদের ওয়েবসাইটে এই খবর জানিয়েছে। ম্যালহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে সাড়ে এগারো হাজার লোক ধরে। জানা গিয়েছে মাঠের কোনও আসন খালি যাবে না।

লোয়ার ব্যাক সার্জারির পর এই প্রথম কোনও ম্যাচ খেলবেন ২৯ বছরের বুমরা। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ থাকায় তাঁর দিকে নজর থাকবে সবার। বিশেষ করে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার। দু’জনের কেউই এই সফরে নেই। ভারতীয় দলের (india- Ireland) কোচের ভূমিকায় রয়েছেন ‘এ’ দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। এই ম্যাচে আয়ারল্যান্ড দলের নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবির্নি। তাঁর দলে বেশ কয়েকটি নতুন মুখের পাশাপাশি পুরনো মুখও রয়েছে। ফলে এই দল কেমন খেলে সেদিকে লক্ষ্য রাখছেন সবাই।

Latest article