ইডেনে ফিরেই চেনা গম্ভীর, কাল আসছেন স্টার্ক, আজ শ্রেয়স-রাসেল

Must read

প্রতিবেদন : সেই কলকাতা, সেই চেনা ইডেন গার্ডেন্স, সেই ড্রেসিংরুম। বেগুনি জার্সিতে ক্রিকেটের নন্দনকাননে ফিরে পুরনো স্মৃতিগুলো নিশ্চয় মাথায় ভিড় করে আসছিল গৌতম গম্ভীরের। পুরনো দল। শুধু ভূমিকা বদলেছে তাঁর। গম্ভীরের হাত ধরে শুক্রবার বিকেলে আইপিএলের নতুন মরশুমের শুভ মহরত সেরে ফেলল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর গম্ভীরকে পাশে নিয়ে ইডেনে উইকেটের সামনে ফুল, প্রসাদ রেখে পুজো দিলেন রিঙ্কু সিং, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা। কেকেআরকে দু’বার ট্রফি দিয়েছেন গম্ভীর। জানেন কীভাবে চ্যাম্পিয়ন দল তৈরি করা যায়। নাইটপ্রেমীদের এবার আগ্রহও বেড়েছে প্রাক্তন চ্যাম্পিয়ন অধিনায়ক দলে ফেরায়। মাঠে এদিন দীর্ঘক্ষণ সহঅধিনায়ক নীতীশের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে নাইট মেন্টরকে। তার আগে ইডেনের ড্রেসিংরুমে রিঙ্কুদের উদ্বুদ্ধ করতে টিম বন্ডিং সেশন করেন গম্ভীর। মাঠে নেমে নেটে নতুন উদ্যমে চুটিয়ে ব্যাটিং করেন রিঙ্কু। তিনিই এখন কলকাতার হার্টথ্রব। ইডেনে রিঙ্কুদের সঙ্গে অনুশীলনে ছিলেন ইংল্যান্ডের ফিল সল্ট।

আরও পড়ুন- রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে

ইডেনের সামনে কড়া নিরাপত্তাবেষ্টনী থাকলেও টিম বাস থেকে ক্রিকেটাররা নামতেই রিঙ্কুর নাম ধরে জয়ধ্বনি দিতে থাকেন কয়েকজন ভক্ত। বোঝাই যাচ্ছে, এবারের আইপিএলে কেকেআর তথা জাতীয় দলের নতুন ফিনিশারের জন্য গলা ফাটাবে ইডেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক রবিবার শহরে আসছেন। আজ, শনিবার এসে পড়ছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে এসে নাইট শিবিরে প্রত্যাবর্তন ঘটানো মণীশ পাণ্ডে বললেন, ‘‘গম্ভীরের নেতৃত্বে আইপিএল জিতেছি। আবার গোতি ভাইয়ের সঙ্গে কাজ করতে পারব বলে দারুণ লাগছে। সেরাটা দিতে চাই। শ্রেয়সের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আশা করি কেকেআর (Kolkata Knight Riders) ফের সাফল্য পাবে।’’

Latest article