অধিনায়ক রোহিতকে ৯.৯৯ দিলেন গাভাসকর

সানি রোহিতের বোলিং পরিবর্তন ও ফিল্ডিং প্লেসমেন্টের প্রসঙ্গ টানেন। তাতেও রোহিত লেটার মার্কসের বেশি নম্বর পেয়েই পাশ করেছেন।

Must read

আমেদাবাদ, ৭ ফেব্রুয়ারি : সাদা বলের ক্রিকেটে ভারতের ফুলটাইম অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে রোহিত শর্মা নিজে রান করলেন ও অনায়াসে ম্যাচ জিতলেন। আর এই জয়ের পর তিনি সুনীল গাভাসকরের দরাজ সার্টিফিকেটও পেয়ে গেলেন। সানি বলেছেন, অধিনায়ক হিসেবে যেভাবে শুরু করার দরকার ছিল, রোহিত ঠিক সেটাই করেছেন।

আরও পড়ুন-মুজফফরনগর হিন্দু-মুসলিম ম্যাচের স্টেডিয়াম নয়: টিকায়েত

আমেদাবাদে রবিবার সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে। চোটের জন্য অনেকদিন মাঠের বাইরে থাকার পর ম্যাচে ফিরে রোহিত করেন ৫১ বলে ৬০ রান। ম্যাচের পর স্টার স্পোর্টসে সানি অধিনায়ক রোহিতকে দশের মধ্যে কত দেওয়া যায় তা নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলেন, ‘‘এভাবেই শুরু করতে চেয়েছিল রোহিত। এমনকী টসেও পোলার্ড হারল। তখন এটা মনে হওয়া স্বাভাবিক ছিল যে আজ শুরু থেকেই রোহিতের সবকিছু ঠিকঠাক চলছে। তারপর ম্যাচ জিতল, আর সেই জয়ে রোহিত নিজেও ব্যাট হাতে অবদান রাখল।”

এরপর সানি রোহিতের বোলিং পরিবর্তন ও ফিল্ডিং প্লেসমেন্টের প্রসঙ্গ টানেন। তাতেও রোহিত লেটার মার্কসের বেশি নম্বর পেয়েই পাশ করেছেন। প্রাক্তন বিশ্বসেরা ওপেনারের কথায়, ‘‘রোহিত সবকিছুই ঠিক করেছে। তাই আমাকে যদি কেউ দশের মধ্যে কত নম্বর দেব প্রশ্ন করে, আমি ওকে ৯.৯৯ দেব।”

Latest article