মুম্বই, ১০ নভেম্বর : আইপিএলে সফল মানেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য নিশ্চিত নয়। বরং ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্ব দেওয়া আর দেশের অধিনায়কত্ব করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সদ্য ভারতীয় টি-২০ দলের নেতৃত্ব পাওয়া রোহিত শর্মাকে এভাবেই সতর্ক করলেন সুনীল গাভাসকর। প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্যের খতিয়ান রীতিমতো ঈর্ষণীয়। হিটম্যানের নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসেবে যে ক’টি ম্যাচে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, তাতেও রোহিত সফল। গাভাসকর নিজেও মনে করেন, বিরাট কোহলির পর দেশকে নেতৃত্ব দিতে তৈরি রোহিত। তবে একই সঙ্গে সানি সতর্ক করছেন হিটম্যানকে।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীকে নিয়ে বিরাটের স্মৃতিচারণ
কিংবদন্তি ভারতীয় ওপেনারের বলছেন, ‘‘রোহিত অধিনায়কের দায়িত্ব নেওয়ার জন্য পুরোপুরি তৈরি। এটা নিয়ে কোনও সংশয় নেই। ওর নেতৃত্বে ভারতীয় দল টি-২০ ফরম্যাটে নতুন যুগের সূচনা করবে।’’ এর পাশাপাশি গাভাসকর আরও বলেন, ‘‘সাধারণত একজন অধিনায়ক ততটাই ভাল, যতটা তার দল। আমি জানি, রোহিতের ক্যাপ্টেন্সিতে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দেশকে নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। আপনি আইপিএলে সফল মানেই এটা নয় যে, আন্তর্জাতিক ক্রিকেটেও সফল হওয়া নিশ্চিত।’’ সানির বাড়তি সংযোজন, ‘‘একজন ভাল প্রথম শ্রেণির ক্রিকেটার যেমন সব সময় আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পান না। তেমনই রাজ্য কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি জেতা মানেই জাতীয় দলে সাফল্য নিশ্চিত, তা কিন্তু নয়।’’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…