নয়াদিল্লি, ৫ মে : বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে চর্চা, বিতর্ক থেমেও থামছে না। সুনীল গাভাসকরদের সমালোচনার পর কয়েকদিন আগেই এ নিয়ে মুখ খুলেছিলেন বিরাট। তা নিয়ে ফের আরসিবি ব্যাটারকে তোপ দাগলেন গাভাসকর। তবে স্ট্রাইক রেট বিতর্কে বিরাট পাশে পেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমকে।
আরও পড়ুন-বিজেপির বন্ধুরা! ন্যূনতম লজ্জাও আপনাদের নেই?
কয়েকদিন আগেই বিরাট বলেছিলেন, ‘‘আমি স্পিন খেলতে পারি কি না সে বিষয়ে তারাই কথা বলছে, যারা এইসব নিয়ে আলোচনা করতে ভালবাসে।’’ বিরাটের মন্তব্য নিয়ে শনিবার আরসিবি-গুজরাট ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ‘‘ধারাভাষ্যকাররা তখনই প্রশ্ন তুলেছিল যখন তোমার স্ট্রাইক রেট ছিল ১১৮। আমি এটা বলতে পারি যে, তুমি যখন ওপেন করতে আসছ, তখন তোমার স্ট্রাইক রেট থাকছে ১১৮। এই একই স্ট্রাইক রেট নিয়ে ১৪ বা ১৫তম ওভারে তুমি আউট হয়ে যাচ্ছ। সেটার জন্যও যদি প্রশংসার দাবি কর, তাহলে আলাদা ব্যাপার।’’
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় ধর্মের নামে ভোট চাইছে বিজেপি, নাড্ডা, মালব্যর বিরুদ্ধে অভিযোগ
বিরক্তির সুরে সানির আরও বক্তব্য, ‘‘এরা বারবার বলে বাইরের কে কী বলল, তাতে ওদের যায় আসে না। তাহলে বাইরের লোকেদের প্রশ্নের জবাব দিচ্ছ কেন? আমরা সকলেই কমবেশি ক্রিকেট খেলেছি। হ্যাঁ, হয়তো অত বেশি খেলিনি। আমরা সেটা নিয়েই কথা বলি যেটা দেখি। কারও নামে আমরা অপপ্রচার করি না। ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ নেই। যেটা হচ্ছে সেটা দেখেই মন্তব্য করি।’’ বিরাট পাশে পাচ্ছেন আক্রমকে। পাক কিংবদন্তি বলেছেন, ‘‘কেউ যদি ১৫০ স্ট্রাইক রেটে সেঞ্চুরি করে, তাহলে কী সব ঠিক নেই? যদি টিম জেতে তাহলে সমালোচনা নিশ্চয় হবে না। বিরাট চাপে ছিল যখন অধিনায়ক ছিল। এখনও চাপে রয়েছে কারণ, আরসিবি টিমে বিরাটই রান করছে। কিন্তু একজন খেলোয়াড় কখনও ম্যাচ জেতাতে পারে না। অহেতুক সমালোচনা ঠিক নয়। আরসিবি-কে ভাবতে হবে ১৬ বছর পরেও কেন তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই।’’