নমুনা দিতে অস্বীকার, নাডার কোপে বজরং, পাল্টা অভিযোগ তারকা কুস্তিগিরের

রবিবার এক বিবৃতিতে নাডার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১০ মার্চ বজরংয়ের কাছে নমুনা চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন।

Must read

নয়াদিল্লি, ৫ মে : গত মার্চে সোনপথে অলিম্পিকের জন্য আয়োজিত জাতীয় পর্যায়ের ট্রায়ালে ডোপ পরীক্ষার জন্য নমুনা দেননি। সেই অপরাধে টোকিও অলিম্পিকে সোনাজয়ী কুস্তিগির বজরং পুনিয়াকে সাময়িকভাবে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। ফলে আসন্ন প্যারিস অলিম্পিকে বজরংয়ের অংশগ্রহণ করা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় ধর্মের নামে ভোট চাইছে বিজেপি, নাড্ডা, মালব্যর বিরুদ্ধে অভিযোগ

অভিযোগ, ট্রায়াল চলাকালীন নাডার প্রতিনিধিরা একাধিকবার বজরংয়ের কাছে মুত্রের নমুনা চেয়েছিলেন। কিন্তু তারকা কুস্তিগির নমুনা দিতে সাফ অস্বীকার করেন। পাল্টা বজরংয়ের দাবি, ‘‘আমি কখনও অস্বীকার করিনি। বরং মেয়াদ উত্তীর্ণ কিটে আমার মূত্রের নমুনা নেওয়ার জন্য এসেছিলেন নাডার আধিকারিকরা। আমি ওঁদের শুধু বলেছিলাম, মেয়াদ উত্তীর্ণ কিটে কীভাবে নমুনা সংগ্রহ করা সম্ভব। আমি আইনজীবী যথা সময়ে নাডার নোটিশের জবাব দেবেন।’’

আরও পড়ুন-বিরাটকে ফের তোপ গাভাসকরের

অন্যদিকে, রবিবার এক বিবৃতিতে নাডার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১০ মার্চ বজরংয়ের কাছে নমুনা চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। এর পরেই বজরংয়ের বিরুদ্ধে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) কাছে অভিযোগ জানানো হয়। দুই সংস্থাই যৌথভাবে বজরংকে নমুনা না দেওয়ার কারণ ব্যাখ্যা করার জন্য একাধিকবার নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তাতে সাড়া দেননি বজরং। গত ২৩ এপ্রিল শেষবার বজরংকে নোটিশ পাঠিয়ে ৭ মের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার কথা আগামী মঙ্গলবার। কিন্তু তার আগেই তারকা কুস্তিগিরকে নির্বাসিত করা হল।

Latest article