বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল! ৫ ঘণ্টাতেই আন্দোলন প্রত্যাহার GCPA-র

Must read

অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ ডেকে পাঁচ ঘন্টাতেই আন্দোলন তুলে নিল গ্রেটার কোচবিহার (Cooch Behar) পিপলস অ্যাসোসিয়েশন। রেলের আধিকারিকরা জোরাই স্টেশনে এসে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন।

আলোচনা শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা বংশী বদন বর্মন বলেন, তাদের আন্দোলন সফল হয়েছে। কেন্দ্র সরকারের তাদের দাবি পৌঁছে দিতে রেল কতৃপক্ষ যে দায়িত্ব নিয়েছে তাতে তারা খুশি। তারা লিখিতভাবে রেলের কাছে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের সঙ্গে দ্রুত সংগঠনের যৌথ আলোচনায় বসানোর জন্য পদক্ষেপ নিতে রেলের কাছে দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন- বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা! চলছে উত্তুরে হাওয়া

রাজ্য ভাগের চক্রান্তের বিরোধিতা করে বংশীবদনের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করার ডাক দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। অসম লাগোয়া কোচবিহারের জোড়াই স্টেশনে হয় রেল অবরোধ।

বংশীবদনের এই আন্দোলনকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী বলেন, রেল লাইনে বসে কেউ এধরনের আন্দোলন করলে অনেক দূর পাল্লার ট্রেন আটকে গিয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারংবার বলেছেন তারা রাজ্য ভাগের চক্রান্তের বিরুদ্ধে । তারাও কিছুতেই বাংলা ভাগ হতে দেবেন না৷ কারা কি উদ্দেশ্যে এই আন্দোলন করেছে বা এর পেছনে কারও মদত আছে কিনা সেটা সেই সংগঠনের ব্যাপার৷

Latest article