নয়াদিল্লি : সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ করায় সোনিয়া গান্ধীর নির্দেশে কংগ্রেস সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বৃহস্পতিবার গেহলট ঘোষণা করেন, কংগ্রেস সভাপতি পদে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর গেহলট বলেন, দু’দিন আগে রাজস্থানে যা ঘটেছে তার জন্য আমি নেত্রীর কাছে ক্ষমা চেয়েছি। রাজস্থানে যা ঘটেছে তাতে আমার কোনও হাত নেই।
আরও পড়ুন-কলকাতায় হয়ে গেল গণপ্রজাতুৰ্ধী চীনের প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী দিবস উদযাপন
গেহলট আরও বলেন, আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী থাকব কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী। যদিও গেহলটের এই বক্তব্যকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হিসাবে দেখছে রাজনৈতিক মহল। যেভাবে তিনি কংগ্রেস হাইকম্যান্ডের মুখ পুড়িয়েছেন তাতে শীর্ষ পদে আসীন হওয়া তাঁর পক্ষে আদৌ আর সম্ভব ছিল না।
অন্যদিকে, গেহলট কংগ্রেস সভাপতি পদের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর, এখন শশী থারুর এবং দিগ্বিজয় সিংকে এই পদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হচ্ছে। থারুর এবং দিগ্বিজয় শুক্রবার সভাপতি পদে নির্বাচনের জন্য তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন। দুজনে এদিন একটি বৈঠকও করেন।