প্রয়াত গজলশিল্পী পঙ্কজ উদাস (Pankaj Udhas)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সোমবার তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় তাঁর পরিবারের তরফে। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। তাঁর কন্যা নায়াব উদাস সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ জানান। ৭২ বছর বয়সী এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন দেশের আরেক শিল্পী সোনু নিগম।
আরও পড়ুন- বেসরকারি হাসপাতালে নামের সঙ্গে রিসার্চ শব্দটি রাখা নিয়ে জারি নির্দেশিকা
আটের দশকে একের পর এক হিন্দি ছবির গানেও শ্রোতাদের মন জয় করেছেন পঙ্কজ উদাস (Pankaj Udhas)। ‘চিঠঠি আই হ্যায়’ গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এছাড়াও, ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কজরে কি ধার’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে’, ‘আহিস্তা’র মতো গানে মন জয় করেছিলেন পঙ্কজ। তবে শুধু হিন্দি সিনেমার গান নয়। পঙ্কজের গাওয়া ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’এর মতো অ্য়ালবামের মধ্যে দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন গজলশিল্পী।