“পড়াশোনা বন্ধের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী টাকা ভগবানের মতো হাতে পেলাম”

Must read

প্রতিবেদন : অসীমা মণ্ডল। দ্বাদশ শ্রেণীর ছাত্রী
আমি শ্রীধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যাভবনের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। থাকি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। আমরা তিন ভাইবোন। আমিই বড়। আমি মাধ্যমিক পরীক্ষায় পেয়েছিলাম ৩৯৪। পরিবারের তেমন উপার্জন নেই।

আরও পড়ুন : দেশের স্বার্থে জোটের ডাক দিচ্ছে তৃণমূল কংগ্রেস : ওমপ্রকাশ মিশ্র

 

ফলে আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। এই রকম চরম আর্থিক সঙ্কটের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কিন্তু কতদিন এভাবে চালাতে পারতাম জানি না। পড়াশোনা যখন প্রায় বন্ধের মুখে, তখনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা ভগবানের আশীর্বাদের মতো হাতে পেলাম।

আরও পড়ুন : সিকিমের ধসে মৃত্যু জওয়ানের

এই সরকারি সাহায্যের ফলে মনের জোর পেলাম। লেখাপড়ার প্রতি আগ্রহও কয়েক গুণ বেড়ে গেল। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাই।

Latest article