বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা এলাকার সত্যজিৎ রায় ও রেবা সরকারের বিয়ের দিন ঠিক হয়েছিল লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই। আর সেই বিয়ের দিন ঠিক হয় ১৮ এপ্রিল। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোটের ঠিক আগের দিন। ভোটের সময় এই বিয়েকে ঘিরে দুই পরিবারের মধ্যে ব্যস্ততা ছিল চরমে। বর ও কনের পরিবারের সকলেই ভোট ঘোষণার পরে চিন্তিত হয়ে পড়েন যে, ১৯ এপ্রিল বাসি বিয়ের দিন, বিয়ের ব্যস্ততার মাঝে কীভাবে তাঁরা নবদম্পতিকে এই গণতন্ত্রের উৎসবে শামিল করবেন।
আরও পড়ুন-
কনে রেবা কৃষক পরিবারের মেয়ে। তাই বিয়ে ঠিক হওয়ার আগেই বাবা কানাই সরকার রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের আবেদন করেন। সময়মতো প্রকল্পের সুবিধা হাতেও পেয়ে যান। তার পরেই বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলেন তিনি। অবশেষে গতকাল ১ই এপ্রিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সত্যজিৎ ও রেবার বিয়ে। বিয়ের পরে বৃহস্পতিবার রাতেই নবদম্পতি সিদ্ধান্ত নেন যে, তাঁরা শুক্রবার বাসি বিয়ের দিন দু’জনেই নিজেদের ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন। সেই মতোই শুক্রবার বাসি বিয়েতে বসবার আগেই সত্যজিৎ ফালাকাটা পারঙেরপাড় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন এবং রেবা ভুটনির ঘাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে বেরিয়ে দু’জনেই সরকারি প্রকল্প প্রাপ্তির জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।