৩ হাজার কোটি বিলিয়ে দেবেন? অর্থাৎ জনপ্রতি ২১ টাকা ৬০ পয়সা মাত্র

দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে রোড-শোয়ের পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর মিথ্যাচার নিয়ে ধুয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে রোড-শোয়ের পর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর মিথ্যাচার নিয়ে ধুয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি চ্যানেলকে প্রধানমন্ত্রীর দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, উনি বলেছেন ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। দেশের ১৪০ কোটি মা-ভাইদের এই টাকা ফেরত দেব।

আরও পড়ুন-রাতের খাবার না পেয়ে স্ত্রীকে নৃশংসভাবে খুন কর্নাটকে

অভিষেকের কটাক্ষ, একবার হিসেব করুন। ৩ হাজার কোটি টাকা ১৪০ কোটি মানুষকে দিলে একেকজন ২১ টাকা ৬০ পয়সা করে পাবেন। তাঁর সংযোজন, বিজেপি বহিরাগত ছিল, বহিরাগতই আছে। এরা স্বামীজিকে বলে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, রামমোহন রায়কে অপমান করেছে, কবিগুরুর জন্মস্থান চেনে না। শান্তিনিকেতনে বিশ্বভারতীর ফলক থেকে বিশ্বকবির নাম মুছে দিয়েছে। আবার অমিত শাহ এসে বলছে, দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি ছুটি দেয় না। বলুন, হাসব না কাঁদব? এই বিজেপি কোন মুখে বড় বড় কথা বলে? মহিলা কুস্তিগিরদের শ্লীলতাহানি করা ব্রিজভূষণের ছেলেকে এরা লোকসভার টিকিট দিয়েছে। সে বুধবার গাড়ি চালিয়ে দুজনকে মেরে দিয়েছে, তোপ অভিষেকের। বিজেপির নির্লজ্জতার কথা বলতে গিয়ে তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভায় সুরাট-সহ তিনটে আসন জিতে নিয়েছে বিজেপি। ভাবুন একবার, পরিস্থিতি কোথায় পৌঁছেছে! এরপরই আত্মবিশ্বাসী অভিষেক বলেন, ২০১৯ সালে আমরা ২২টি আসন পেয়েছিলাম। এবার ৬ দফার ভোটেই সেই আসন পার করে দিয়েছি। সপ্তম দফায় যে ৯টি আসনে ভোট আছে, তা আমাদের বোনাস। এদিন বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঐতিহ্যের কথা মনে করিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং সেই সঙ্গে বলেন, বারুইপুর-সোনারপুর-যাদবপুরে যা উন্নয়ন হয়েছে, আগামী ৫০ বছর এখানকার মানুষ তৃণমূলকে বুকে আগলে রাখবে।

Latest article