সংবাদদাতা, আলিপুরদুয়ার : ঝাড়গ্রামের মানুষ বয়কট করেছেন বিরোধী দলনেতাকে। এবার আলিপুরদুয়ারেও তিনি ঢুকতে পারবেন না। তাঁর মিথ্যের জবাব দেবেন সাধারণ মানুষ। সোমবার আলিপুরদুয়ার মাধবমোড় এলাকায় প্রতিবাদ সভার মঞ্চ থেকে এভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।
আরও পড়ুন-প্রতিবাদের প্রস্তুতি বৈঠক
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সভায় তিনি বলেন, বিজেপি কেবল নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যক্তিগত কুৎসা এবং রাজ্য সরকারকে অনাকাঙ্ক্ষিত আক্রমণ করতেই উঠেপড়ে লেগেছে। এরপরই তিনি বলেন, বিরোধী দলনেতাকে ঝাড়গ্রামে নো-এন্ট্রি করে দিয়েছি, ঠিক তেমনই আলিপুরদুয়ারবাসীও তাঁকে নো-এন্ট্রি করে দেবেন। এদিন এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে এক মহামিছিলেরও আয়োজন করে জেলা তৃণমূল। দুপুর তিনটে নাগাদ আলিপুরদুয়ার বিএম ক্লাব ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে আলিপুরদুয়ারের শহর পরিক্রমা করে এসে পৌঁছয় সভামঞ্চে। ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক, জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, সদ্য তৃণামূলে যোগ দেওয়া বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল-সহ জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব।