প্রতিবাদের প্রস্তুতি বৈঠক

বিএসএফের গুলিতে রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যু।

Must read

সংবাদদাতা, কোচবিহার : বিএসএফের গুলিতে রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যু। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আগামী ১৯ফেব্রুয়ারি কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ি বাড়ি ঘেরাও করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন-বেলুনের গ্যাস সিলিন্ডার ফেটে মৃত চার

সোমবার এই কর্মসূচির প্রস্তুতি বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ অন্য নেতৃত্বরা। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন— গত ২৪ ডিসেম্বর দিনাহাটা মহকুমার গীতালদহ-২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্ধা গ্রামে সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে ২৩ বছরের রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে বিএসএফ। বিজেপির টার্গেট হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিএসএফকে ব্যবহার করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা।

Latest article