বেলুনের গ্যাস সিলিন্ডার ফেটে মৃত চার

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী

Must read

সংবাদদাতা, জয়নগর : বেলুনের গ্যাস সিলিন্ডার থেকেই ঘটল বিপত্তি। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। এর জেরে মেলায় উপস্থিত বেলুন বিক্রেতার আশপাশে থাকা লোকজনেরা গুরুতর আহন হন। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন গ্যাস বেলুন বিক্রেতাও। এর পাশাপাশি গুরুতর আহত চারজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি রবিবার রাতে ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বাটরা গ্রামে। জয়নগরের রাজাপুর-কড়াবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল জলসার আসর।

আরও পড়ুন-টাকা ধার নিয়ে পরিশোধ না করে পা ধরে ক্ষমা প্রার্থনা বিজেপি নেতার

সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে বসেছিল হরেকরকম দোকান। তেমনই একটি গ্যাস বেলুনের সিলিন্ডার নিয়ে বসেছিলেন গ্যাস বেলুন বিক্রেতা। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মৃত্যু হয় চারজনের। গুরুতর আহত হন বেশ কয়েকজন। এই ঘটনায় আহতদের মধ্যে চারজনকে রাতেই কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতেরা হলেন কুতুবুদ্দিন মিস্ত্রি (৩৮), মুচিরাম হালদার (৩৫), সাহিন মোল্লা (১২) এবং আবির গাজি (৮)। মুচিরাম ছিলেন গ্যাস বেলুন বিক্রেতা। তাঁর বাড়ি পূর্ব রঘুনাথপুরে।

আরও পড়ুন-প্রধান শিক্ষককে গ্রেফতার করল সিআইডি

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। বকুলতলা থানার পুলিশকর্মীরাও গিয়েছিলেন সেখানে। কারণ অনুষ্ঠান মঞ্চ ও সারি সারি দোকান বসেছিল এই দু’টি থানা এলাকার মধ্যে। ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। চিকিৎসা সহ মৃতদেহের শেষকৃত্যের দায়িত্ব নিয়েছে সরকার।

Latest article