সংবাদদাতা, শিলিগুড়ি : ‘‘তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) সুযোগ দিন।” শিলিগুড়িতে এসে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের আবেদন শিলিগুড়িবাসীর কাছে। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের স্বস্তিকা ক্লাবের মাঠে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নিয়ে সভা করেন। এই সভাতেই ফিরহাদ হাকিম তাঁর বক্তব্যের মাধ্যমে শিলিগুড়ি মানুষের কাছে আবেদন করে বলেন, ‘‘দয়া করে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) সুযোগ দিন। আমরা জানি শিলিগুড়ির অনেকগুলি কাজ বাকি রয়েছে। ড্রেনেজ সিস্টেমের কাজ, জল সরবরাহের কাজ বাকি। আমরা জানি এলইডি সৌন্দর্যায়নের কাজ কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। আপনাদের আশীর্বাদে বোর্ড যদি আমাদের হয় তবে সব কাজ হবে।” তিনি আরও বলেন, কীভাবে কোন কাজ হবে তা আগে নির্দিষ্ট তালিকা করে জানিয়ে দেওয়া হবে। এ-ছাড়াও প্রত্যেক ৬ মাসে কাজের রিপোর্ট করা হবে। কলকাতা পুরসভার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক ৬ মাস অন্তর রিপোর্ট পেশ করতে হবে। একইভাবে এখানেও রিপোর্ট কার্ড প্রকাশের কথা তিনি বলেন। অশোক ভট্টাচার্যকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ক্ষমতায় এলে অশোকদার মতো কোনও বাহানা করব না যে পেলাম না, পাচ্ছি না, করছি। করব। আপনাদের কথা দিচ্ছি এমনটা আমরা থাকতে হবে না। আমরা তৃণমূল কংগ্রেস সরাসরি মানুষের সঙ্গে। আপনাদের কাছে কৈফিয়ত দিতে বাধ্য এবং সেটা প্রত্যেক ৬ মাস অন্তর অন্তর দেব।”