তারাপীঠে দ্বারকা নদীর ধারে এবার সন্ধ্যারতি

যদিও কিছু সমস্যা রয়েছে আর সেসব সমস্যার সমাধানের জন্য সরকারকে সাহায্য করতে হবে সেই কথাও স্পষ্ট করেই জানিয়েছেন।

Must read

শক্তিপীঠ তারাপীঠ (Tarapith)। সারা বছরের বিভিন্ন সময় পুণ্যার্থীদের (devotee) সমাগম লেগেই রয়েছে। তারাপীঠে তারা মা মূল আকর্ষণ তবে এবার নতুন আকর্ষণ সামনে আনার পরিকল্পনা চলছে। দ্বারকা (Dwaraka) নদীর ধারে এবার থেকে হতে পারে সন্ধ্যারতি। এই পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত।

আরও পড়ুন-মালদহে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা

রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের পরিকল্পনায় গঙ্গারতির ব্যবস্থাপনা চলছে। এবার তারাপীঠে যদি দ্বারকা নদীর ধারে সন্ধ্যারতির ব্যবস্থা করা যায় তবে পর্যটন শিল্পেও আলাদা মাত্রা যোগ হবে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে পুণ্যার্থীদের উদ্দেশ্য করে বক্তব্য রাখার সময় জানান, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বরে যারা তদারকির দায়িত্বে রয়েছেন তারা এমন কোন ব্যবস্থা করলে সরকার পাশে থাকবে।

আরও পড়ুন-প্রকল্পের টাকা দেয় না, উন্নয়নমূলক কাজে নেই: ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর খুশির হাওয়া বীরভূমের তারাপীঠে। এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় এই আয়োজন করতে রাজি বলে জানিয়েছেন। যদিও কিছু সমস্যা রয়েছে আর সেসব সমস্যার সমাধানের জন্য সরকারকে সাহায্য করতে হবে সেই কথাও স্পষ্ট করেই জানিয়েছেন।

 

Latest article