সংবাদদাতা, কোচবিহার : বিজেপির বঞ্চনার বিরুদ্ধে এবার গর্জে উঠেছে বাংলার মানুুষ। নিজেদের প্রাপ্য আদায়ে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, গো- ব্যাক স্লোগান তুফানগঞ্জে। মঙ্গলবার একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন এলাকার স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের কর্মীরা৷ বিজেপি বিধায়ককে ঘিরে হয় গো-ব্যাক স্লোগান। বকেয়া মেটানোর দাবিতে মালতী রাভার (Malati Rava Roy) গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন মহিলারা। বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি বিধায়ক মালতী রাভা এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা হয় তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজার এলাকায়। পরে বক্সিরহাট থানার পুলিশ এলাকায় যায়৷ জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে সশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন সন্ধ্যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতী রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়ক গাড়িতে চেপে কোচবিহারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক সেসময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ মালতী রাভাকে (Malati Rava Roy) ঘিরে চলে গো-ব্যাক স্লোগান। বিধায়ক ও পরে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তৃণমূল কংগ্রেসের যুব নেতা মহেশ বর্মন জানান, তাঁরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একশো দিনের কাজের টাকার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন৷
আরও পড়ুন- রাজ্যে বদলি ৪০০ আধিকারিক