২০৪০-এ চাঁদে মানুষ পাঠাতে চায় ভারত

Must read

প্রতিবেদন : সফল চন্দ্রাভিযান ও সৌর অভিযানের পর চূড়ান্ত আশাবাদী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। আগামী ২০৪০ সাল পর্যন্ত ইসরোর মিশন তৈরি করা হল। মঙ্গলবার ভারতের মহাকাশ গবেষণার নানা দিক খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের মিটিং করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মহাকাশে ইন্ডিয়ান স্পেস স্টেশন ও প্রথম ভারতীয়কে চাঁদে পাঠানোর লক্ষ্য ঠিক করা হয়।
পৃথিবীর কক্ষে ভারতের নিজস্ব স্পেস স্টেশন ২০৩৫ সালের মধ্যে তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেইসঙ্গে ২০৪০ সালের মধ্যে প্রথম কোনও ভারতীয়কে চাঁদে পাঠাবে ইসরো (ISRO)। এর পাশাপাশি ভেনাস অরবিটার মিশন ও মার্স ল্যান্ডারকে বাস্তবায়িত করার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভারতের স্পেস স্টেশন তৈরিতে ইসরো ঠিক করেছে, দুটি রকেটকে আগে পাঠিয়ে হালহকিকত জেনে নেওয়া হবে। পিএসএলভি রকেটে চাপিয়ে দুটি উপগ্রহ যাবে মহাকাশে। পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতেই স্পেস স্টেশন বানানোর জায়গা বের করে ফেলবে তারা। এর পর শুরু হবে বাড়ি বানানোর প্রক্রিয়া। তবে সবথেকে বড় বিষয় হল, চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ। ২০৪০ সালের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে এই মিশনের জন্য।

আরও পড়ুন- বুধবার ইজরায়েল আসছেন বাইডেন, জানালেন ব্লিঙ্কেন

Latest article