জনতার মাঝে আবেগে ভাসলেন বিশ্বজয়ী

Must read

প্রতিবেদন : মহেশতলায় এসে গণউন্মাদনায় ভাসলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় ফুটবলার রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho)। মাত্র দু’বছর আগে তৈরি হওয়া ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সাফল্য জেনে উচ্ছ্বসিত ব্রাজিলীয় কিংবদন্তি। কলকাতা প্রিমিয়ার লিগে প্রথমবার খেলেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। এবার মিশন আই লিগ। তৃতীয় ডিভিশন আই লিগে খেলবে অভিষেকের ক্লাব। এই খবর পৌঁছে গিয়েছে স্বয়ং রোনাল্ডিনহোর কানেও।
বাটা স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি-র আয়োজনে প্রীতি ম্যাচে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন ২০০২ বিশ্বকাপের অন্যতম নায়ক। সেখানে রোনাল্ডিনহোকে সংবর্ধনা জানানো হয় ডায়মন্ড হারবারের তরফে। ক্লাবের অধিনায়ক অভিষেক দাস যখন জার্সি তুলে দেন ব্রাজিলীয় কিংবদন্তির হাতে, তখন তাঁকে রোনাল্ডিনহো বলেন, শুনেছি, তোমরা আই লিগে খেলবে। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করি, তোমরা ভাল ফল করবে।
অভিভূত অভিষেক দাস প্রীতি ম্যাচ শেষে বলেন, ‘‘খুব ভাল লাগল রোনাল্ডিনহোর (Ronaldinho Gaucho) মতো একজন মহাতারকার কাছ থেকে আই লিগের শুভেচ্ছাবার্তা পেয়ে। আমরা আই লিগে খেলব, উনি সেটা শুনেছেন। তাই এটা আমাদের জন্য লিগের আগে দারুণ একটা অনুপ্রেরণা।’’ ডায়মন্ড হারবার কোচ, ফুটবলারদের আই লিগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের কর্ণধার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বলেছেন, তোমরা আই লিগে ভাল করবে বলেই আমার বিশ্বাস। ভাল করে প্রস্তুতি নাও।

আরও পড়ুন- ২০৪০-এ চাঁদে মানুষ পাঠাতে চায় ভারত

Latest article