ছটপুজোর প্রস্তুতি দেখতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়া

এতদিন কোথায় ছিলেন, কোচবিহারে গো-ব্যাক স্লোগান বিজেপি বিধায়ককে

Must read

সংবাদদাতা, কোচবিহার : দীর্ঘদিন পরে বিজেপি বিধায়ককে এলাকায় দেখতে পেয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কোচবিহারের তোর্সা নদীর পাড়েই তারা ‘গো-ব্যাক’ (Go-back slogan) স্লোগান তোলেন এদিন। কোচবিহারের তোর্সা নদীতে চলছে ছটপুজোর প্রস্তুতি৷ রবি ও সোমবার ছটপুজো হবে কোচবিহারে। নদীর পাড়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোচবিহার পুরসভার উদ্যোগে বাঁশের দুটি সাঁকো তৈরি করা হয়েছে। রবিবার বিকেল থেকে ভিড় করবেন ভক্তরা। হঠাৎ ছটপুজোর আগের দিন আজ এলাকা পরিদর্শনে কেন এসেছেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে— এ-নিয়ে ব্যাপক ক্ষোভ শুরু হয়। কোচবিহার পুরসভার পুরপতি ও তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র রবীন্দ্রনাথ ঘোষ জানান, এলাকার মানুষ কখনওই বিজেপি বিধায়ককে ভোটে জেতার পরে এলাকায় দেখতে পান না। তাই সেই বিধায়ককে বহুদিন পরে এলাকায় দেখলে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। বিজেপিকে মানুষ পছন্দ করেন না তাই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সেই দলের বিধায়ককে। দলের বিধায়ক এভাবে বিক্ষোভের মুখে পড়ায় রীতিমতো অস্বস্তিতে জেলার বিজেপি শিবির৷

আরও পড়ুন-সৌদিতে কাজে গিয়ে রহস্য-নিখোঁজ নবগ্রামের যুবক, পরিবারের পাশে তৃণমূল

Latest article