প্রতিবেদন : দল ভাঙার প্রবল চাপের মধ্যে আপাতত সামান্য স্বস্তি গোয়ার কংগ্রেস শিবিরে। গত কয়েকদিন ধরেই বিজেপির কোটি কোটি টাকার টোপে কংগ্রেসের কয়েকজন বিধায়ক দল ছেড়ে চলে যাওয়ার চক্রান্ত করছিলেন। দল ভাঙাতে ৪০ কোটি টাকার টোপ দেওয়ার অভিযোগ ওঠে। দলেরই প্রথম সারির কয়েকজন নেতার প্ররোচনায় একাধিক কংগ্রেস বিধায়কের দলবদলের আশঙ্কা তৈরি হয়। চক্রান্তে শামিল হওয়ার অভিযোগে গোয়া বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে সরানো হয় মাইকেল লোবোকে।
আরও পড়ুন-২১ জুলাই কাজের হিসেব নিয়ে কলকাতায় আসার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে গোয়া যান মুকুল ওয়াসনিক। কংগ্রেস হাইকমান্ডের শেষ মুহূর্তের চেষ্টায় আপাতত বিজেপিতে যোগদান ঠেকানো গিয়েছে। যদিও বিজেপির অর্থ ও এজেন্সি ব্যবহারের কৌশলের কাছে কতদিন এভাবে বালির বাঁধ দিয়ে দলের ভাঙন ঠেকাতে পারবে তা নিয়ে রাজনৈতিক মহলও সন্দিহান।