MGP-কে নিয়ে গোয়ায় জোট বার্তা মমতার

Must read

প্রতিবেদন : বিজেপিকে উৎখাত করতে বিরোধীদের একটা হওয়ার বার্তা দিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

মঙ্গলবার, গোয়ার আসানোয়ায় দ্বিতীয় জনসভায় রাজনৈতিক সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি বা MGP-কে সঙ্গে নিয়েই এ দিন জোটবার্তা দেন তৃণমূল নেত্রী। সভা মঞ্চে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) , সাংসদ ডেরেক ও ব্রায়েন, সাংসদ মহুয়া মৈত্র।

আরও পড়ুন : লখিমপুরকাণ্ড : স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি মমতা

মমতা বলেন, “গোয়ার লড়াইয়ে মহাজোট তৈরি। তৃণমূল-এমজিপি একসঙ্গে লড়াই করবে।” বিজেপিকে হারাতে জোট বাঁধার কথা বলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল-এমজিপি জোটকে ‘যৌথ পরিবার’ বলেও উল্লেখ করে এই জোট যে শুধুমাত্র আসন সমঝোতার জোট নয়, স্পষ্ট করে দেন মমতা। গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতৃত্বকে এমজিপি-র নেতাদের সঙ্গে কথা বলে ইস্তেহার তৈরির নির্দেশ দেন যাতে নেত্রী। বিজেপিকে তাড়াতে, সব বিজেপি বিরোধীদলকেই আহ্বান জানান তিনি। বিরোধী ভোট ভাগাভাগি করবেন না বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।

বাংলার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, গোয়াতে (Goa) ক্ষমতায় আসার পরে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবে তৃণমূল। তবে বাইরে থেকে কেউ এসে গোয়ার মানুষের উপর খবরদারি করবে না। গোয়ার মানুষের সরকার গড়বেন। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে তৃণমূল কংগ্রেস। বাংলা ও গোয়ার সাংস্কৃতিক, জীবনশৈলী, খেলার মিলের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, দুই রাজ্যে একই সরকার থাকলে পারস্পরিক আদান-প্রদানের গোয়ার উন্নতি হবে। লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন প্রকল্পগুলির মতো জনকল্যাণমূলক প্রকল্প চালু হবে বলেও জানান মমতা। কোঙ্কনী ভাষায় স্লোগান দিয়ে গোয়ার মানুষের মন জিতে নেন মমতা। জনসভাগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো।

Latest article