প্রতিবেদন : ত্রিপুরার পর এবার লক্ষ্য গোয়া। দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর দিয়েছেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে সেখানে দল ক্রমশ শক্তিশালী হচ্ছে। এবার গোয়ার বর্ষীয়ান এই নেতাকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করল দল।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে লুইজিনহো ফালেরিওকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্তির কথা জানিয়েছেন। এই খবরে খুশির হাওয়া গোয়াতে।
আরও পড়ুন : দেশের সেরা বাংলার বিশ্ববিদ্যালয়
চলতি মাসের ২৮ তারিখ গোয়া যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনদিনের কর্মসূচি রয়েছে। তার আগে এই পদক্ষেপে উজ্জীবিত গোয়ার তৃণমূল নেতৃত্ব।
দলের শীর্ষ নেতৃত্ব গোয়ায় পা রাখার আগে রবিবার গোয়া যাচ্ছেন সাংসদ সৌগত রায় এবং বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের গোয়া সফরে একাধিক ব্যক্তি দলে যোগ দেবেন। এছাড়াও গোয়ায় রয়েছে একাধিক সাংগঠনিক বৈঠক। তারই প্রস্তুতি পর্বে গোয়া যাচ্ছেন সৌগত ও বাবুল। ইতিমধ্যেই গোয়ার পানাজিতে দলীয় কার্যালয় খোলা হয়েছে। বছর ঘুরলেই গোয়া বিধানসভার নির্বাচন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন। গোয়ায় প্রায় প্রতিদিন অন্য দল থেকে নেতা-কর্মী-সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এ রাজ্য থেকেও পালা করে কোনও না কোনও নেতাকে গোয়া পাঠাচ্ছে দল।