বার্মিংহাম, ৫ অগাস্ট : কুস্তিতে সোনা জয়ের হ্যাটট্রিক ভারতের। বজরং পুনিয়া, সাক্ষী মালিকের সঙ্গে সোনার পদক জিতলেন দীপক পুনিয়াও। পুরুষদের ৬৫ কেজি বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ ব্যবধানে হারিয়ে কমনওয়েলথ কুস্তিতে সোনা জিতলেন বজরং। টোকিও অলিম্পিকে চোটের কারণে হতাশাজনকভাবে শেষ করেছিলেন। বার্মিংহামে দুর্দান্ত প্রত্যাবর্তন হরিয়ানার কুস্তিগিরের। এই নিয়ে কমনওয়েলথ গেমসে পদক জয়ের হ্যাটট্রিক করলেন বজরং। ৬২ কেজি বিভাগে কানাডার আনা গঞ্জালেজকে হারিয়ে সোনা জেতেন সাক্ষী। অন্যদিকে, ৮৬ কেজি বিভাগে পাকিস্তানের মহম্মদ ইনামকে হারিয়ে সোনা জেতেন দীপক।
আরও পড়ুন-সংগীতে নিবেদিত নির্মলা
ফাইনালে উঠে সোনার লক্ষ্যে পৌঁছতে পারেননি অংশু মালিক। নাইজেরিয়ার ওডুনায়োর কাছে ২-৭ এ হেরে রুপোতেই শেষ করেন। এদিকে, ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠলেন দুই ভারতীয় তারকা পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত। শুক্রবার প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু ২১-১০, ২১-৯ গেমে হারালেন উগান্ডার হাসিনা কোবুগাবেকে। ছেলেদের সিঙ্গলসে জিতে শেষ আটে পৌঁছেছেন কিদাম্বি শ্রীকান্তও। প্যারা টেবল টেনিসে পদক নিশ্চিত করেছেন ভারতের ভাবিনা প্যাটেল।
এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ‘ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত যেহেতু আমাদের সর্বোচ্চ প্রতিভাবান ক্রীড়াবিদরা কুস্তিতে অংশগ্রহণ করেছেন।#CWG2022-এ স্বর্ণ জয়ের জন্য দীপক পুনিয়া (পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল), বজরং পুনিয়া (পুরুষদের ৬৫ কেজি), সাক্ষী মালিক (মহিলাদের ৬২ কেজি) কে আমার আন্তরিক অভিনন্দন। সব চ্যাম্পিয়নদের অভিনন্দন!’
A proud moment for India as our supremely talented sportspersons aced in wrestling.
My heartiest Congratulations to Deepak Punia (men’s 86 Kg freestyle), Bajrang Punia (men’s 65kg), Sakshi Malik (women’s 62kg) for clinching Gold in #CWG2022.
Kudos to all the champions!
— Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2022