নীরজের ঝুলিতে সোনা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ৮৮.১৭ মিটার লম্বা থ্রো করে টেবলে শীর্ষে উঠে যান তিনি। এই থ্রোই তাঁকে বিশ্ব মিট থেকে সোনা এনে দিল।

Must read

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) চ্যাম্পিয়ন হওয়ার পর এবার নীরজ চোপড়ার (Neeraj Chopra) খাতায় নতুন ইতিহাস। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব মিটে পদক জিতলেন নীরজ। অঞ্জু ব্রোঞ্জ পেয়েছিলেন কিন্তু নীরজ প্রথম ভারতীয় হিসেবে দেশকে সোনা উপহার দিলেন।

আরও পড়ুন-তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা

বুদাপেস্টে এদিন ফাইনালে প্রথম রাউন্ডে ফাউল থ্রো করেন নীরজ। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ৮৮.১৭ মিটার লম্বা থ্রো করে টেবলে শীর্ষে উঠে যান তিনি। এই থ্রোই তাঁকে বিশ্ব মিট থেকে সোনা এনে দিল।

আরও পড়ুন-শহরে দেশবিদেশের পর্যটকদের জন্য অভিনব ভাবনা রাজ্যের, মনীষীদের মূর্তিতে এবারে কিউআর কোড

এই মর্মে এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় তাঁকে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘অভিনন্দন নীরজ চোপড়া। আজ বুদাপেস্টে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জেতার জন্য সমগ্র জাতি আপনার জন্য গর্বিত। আমি আপনার সমস্ত ভবিষ্যত প্রচেষ্টার জন্য শুভ কামনা জানাই।’

 

Latest article