তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা

সকাল থেকে যানজট তেমন না থাকলেও বেলা বাড়লে ভিড় বাড়বে। এই আবহে প্রস্তুত রয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা।

Must read

আজ, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের (Foundation day)কর্মসূচি মহানগরীতে। দলের তরুণ প্রজন্মকে আগামীর বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেয়ো রোডে আয়োজিত সমাবেশে এদিন উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে যানজট তেমন না থাকলেও বেলা বাড়লে ভিড় বাড়বে। এই আবহে প্রস্তুত রয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা।

আরও পড়ুন-আজ থেকে শুরু সিসি ক্যামেরা বসানোর কাজ

এই মর্মে টুইট বার্তায় ছাত্র যুবদের সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
টুইট বার্তায় তিনি লেখেন, ‘সারা বাংলা নস্টালজিয়ায় ভরা এই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করায় আমি গর্বিত ! একজন প্রাক্তন ছাত্রনেতা হিসেবে, আমি বুঝতে পারি আমাদের জাতি গঠনে ছাত্র ও তরুণদের শক্তি কতটা গুরুত্বপূর্ণ। ছাত্র পরিষদের সকল তরুণ এবং আবেগপ্রবণ মন এভাবে অঙ্গীকারবদ্ধ থাকার জন্য তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন। একসাথে, আমরা একটি উজ্জ্বল ভারতের জন্য গণতন্ত্রের মূল্যবোধ এবং অগ্রগতি অব্যাহত রাখব!’

 

এদিন টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমার তরুণ সহকর্মীদের জন্য শুভকামনা| তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তাদের অবদান আমাদের পার্টির শক্তি এবং অগ্রগতির ভিত্তি হিসাবে কাজ করে!’

আরও পড়ুন-শহরে দেশবিদেশের পর্যটকদের জন্য অভিনব ভাবনা রাজ্যের, মনীষীদের মূর্তিতে এবারে কিউআর কোড

এই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইট বার্তায় লেখে, ‘আমাদের হৃদয় আমাদের যুব নেতাদের জন্য কৃতজ্ঞতায় পূর্ণ। তারা উন্নয়নের পথ আলোকিত করেছেন এবং বছরের পর বছর ধরে রাজনীতিতে ইতিবাচক প্রভাবের পক্ষে কথা বলেছেন। আজ #TMCPFoundationDay-তে, আসুন ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ হই এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের দিনটি উদযাপন করি।’ রাজনীতিতে শিক্ষার্থীদের অবদান ভারতকে আরও উচ্চতায় নিয়ে যাবে! আগামী দিনে, আমাদের ছাত্র নেতারা ভারতকে সম্প্রীতির এক নতুন অধ্যায় দেখাবে।’

 

Latest article