বাংলাদেশের জয় টেস্টের ভাল বিজ্ঞাপন : টেলর

Must read

ওয়েলিংটন, ৭ জানুয়ারি : দেশের মাটিতে টানা ১৭টি টেস্ট ম্যাচ অপরাজিত থাকার পর হার। তাও আবার বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে! হতাশায় ডুবে রয়েছে গোটা নিউজিল্যান্ড (New Zealand) শিবির। তবে, বাংলাদেশের (Bangladesh) এই জয়কে টেস্ট ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন বলে চিহ্নিত করেছেন রস টেলর (Ross Taylor)।

আরও পড়ুন-চিমাকে রিলিজ করল ক্লাব, মুম্বইকে রুখে দিল ইস্টবেঙ্গল

রবিবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে টেলর (Ross Taylor) বলেন, ‘‘ঘরের মাটিতে হার সব সময় বাড়তি যন্ত্রণা দেয়। তবে বাংলাদেশের এই জয় টেস্টের জন্য ভাল বিজ্ঞাপন। ওরা যোগ্য দল হিসেবে জিতেছে। বাংলাদেশের এই উত্থান টেস্ট ক্রিকেটের আকর্ষণ আরও বাড়াবে।” এদিকে রবিবারই জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন টেলর। তাই যেভাবেই হোক, জয় দিয়েই শেষ করতে চান তিনি। টেলর বলছেন, ‘‘আমরা ০-১ ব্যবধানে পিছিয়ে। তাই জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামব। পিচে গতি ও বাউন্স দুটোই রয়েছে। তাই আমাদের বোলাররা বাড়তি সুবিধা পাবে।” টেলর আরও বলেন, ‘‘টস জিতলে আগে বোলিং করাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ, এই উইকেটে জোরে বোলাররা প্রথম দুই ঘণ্টায় বাড়তি সাহায্য পাবেই। আর টস হেরে প্রথম ব্যাট করলে, স্কোরবোর্ডে অন্তত দুশো রান তুলতে হবে।”

Latest article