প্রতিবেদন : আইএসএলের প্রস্তুতি হিসেবে জোড়া ম্যাচ জিতল এসসি ইস্টবেঙ্গল। শুক্রবার ভাস্কোকে ৩-১ গোলে হারানোর পর শনিবার প্রাক্তন আই লিগ জয়ী ক্লাব সালগাঁওকরকে ২-০ গোলে হারাল লাল-হলুদ। জোড়া প্রস্তুতি ম্যাচ জিতে ভালভাবেই মরশুম শুরু করল ইস্টবেঙ্গল।
স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ শুক্রবার ভাস্কোর বিরুদ্ধে ভারতীয়দের নিয়েই প্রথম একাদশ গড়েছিলেন। শনিবার দক্ষিণ গোয়ায় ডন বস্কো গ্রাউন্ডে সালগাঁওকরের বিরুদ্ধে তিন বিদেশিকে প্রথম একাদশে রাখেন তিনি। অস্ট্রেলীয় সেন্টার ব্যাক টমিস্লাভ মার্সেলা, স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির দার্ভিসেভিচ ও ক্রোয়েশিয়ান স্ট্রাইকার অ্যান্তোনিও পেরোসেভিচ শুরু থেকেই খেলেন। তিন বিদেশিই ভাল ফুটবল খেলেন। নজর কাড়েন আমির, অ্যান্তোনিও। ভারতীয়দের মধ্যে দু’টি ম্যাচেই ভাল খেলেন মিডফিল্ডার সৌরভ দাস। এদিন পরিবর্ত হিসেবে নেমে গোলও করেন। এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের গোলে খেলেন অরিন্দম ভট্টাচার্য।
আরও পড়ুন-ভারত-পাক ম্যাচের আগে বৈঠক হল সৌরভ ও রামিজের
৪-২-৩-১ ফর্মেশনে দলকে খেলান কোচ মানোলো। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেন পোরোসেভিচ। দুই উইং ধরে আক্রমণ শানান জ্যাকিচাঁদ সিং ও বিকাশ জাইরু। রাইট ব্যাকে খেলেন আশির আখতার। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা হয় মহম্মদ রফিককে। তাঁর ঠিক নীচ থেকে মাঝমাঠে খেলেন দার্ভিসেভিচ, আঙ্গাউসানা। রাইট ব্যাকে আশির আখতার ওভারল্যাপে উঠে আক্রমণে সাহায্য করেন।
ম্যাচের দুই অর্ধে দু’টি গোল করে ইস্টবেঙ্গল। শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন দার্ভিসেভিচ। দ্বিতীয়ার্ধে খেলার ৬৫ মিনিটে সালগাঁওকর ডিফেন্ডারদের টপকে গোল করেন সৌরভ দাস।