ভারত-পাক ম্যাচের আগে বৈঠক হল সৌরভ ও রামিজের

Must read

দুবাই, ১৬ অক্টোবর : আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ২৪ অক্টোবর। তার আগে দু’দেশের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় ও রামিজ রাজা দুবাইয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসলেন। শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের ফাঁকে সৌরভ ও রামিজ নিজেদের মধ্যে কথা বলেছেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় ভারত, পাকিস্তান ছাড়াও অংশ নেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আরব আমিরশাহির প্রতিনিধিরা। রামিজ এঁদের অনেকের সঙ্গেই কথা বলেছেন। এসিসি জানিয়েছে, এশিয়া কাপ শ্রীলঙ্কায় হবে ২০২২-এ। আর ২০২৩-এ এই টুর্নামেন্ট হবে পাকিস্তানে। শ্রীলঙ্কায় এর আগে দু’বার এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও তা হতে পারেনি করোনা ভাইরাসের জন্য। এসিসি-র সূচি অনুযায়ী শ্রীলঙ্কার পর এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে।

আরও পড়ুন-আইপিএল শেষ করেই কিউয়ি শিবিরে ফ্লেমিং

২৪ অক্টোবরের ভারত-পাক ম্যাচ নিয়ে ক্রিকেটমহলে উত্তেজনা তুঙ্গে। পাক অধিনায়ক বাবর আজম বলেছেন, তাঁরা ভারতকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে চ্যাম্পিয়ন হয়ে শেষ করবেন। তিনি স্বীকার করেছেন, ভারত-ম্যাচ তাঁদের জন্য যথেষ্ট চাপের। আর এটাও ঘটনা যে, আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পারফরম্যান্স যথেষ্ট খারাপ।
এদিকে, সৌরভ শুধু রামিজের সঙ্গে কথা বলেননি, তাঁকে আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে এসিসি মিটিং সেরে দেশে ফেরার কথা থাকায় রামিজ খেলা দেখতে আসতে পারেননি।

Latest article