ভোট প্রচারে অভিষেক ঝড়

Must read

প্রতিবেদন : ‘‘আমরা যাঁকে প্রার্থী করেছি, তিনি সুন্দরবনের ভূমিপুত্র। এই অঞ্চলের উন্নয়ন করার ক্ষেত্রে ওঁর চেয়ে যোগ্য আর কেউ নেই। ওঁকে আপনারা রেকর্ড ভোটে জয়ী করুন।’’ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে প্রচারে এসে বললেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার গোসাবার পাঠানখালি কলেজ মাঠের জনসভা থেকে অভিষেক বলেন, ‘‘আপনারা সুব্রতকে ভোট দেওয়ার অর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। উন্নয়নে অংশীদার হওয়া। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সুন্দরবনের এই দ্বীপাঞ্চলের মানুষদের বাঁধ-সহ পরিকাঠামোগত কিছু দাবি আছে। গোসাবা আমফান ও ইয়াসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীবাঁধও বারবার বেহাল হয়ে পড়ে। ফলে প্রতিবছরই বহু মানুষ ঘরহারা হন। আমি কথা দিয়ে যাচ্ছি, বাঁধ-সহ অন্যান্য সমস্যার স্থায়ী সমাধান করে দেব। আপনারা এই কেন্দ্র থেকে আমাদের প্রার্থী সুব্রত মণ্ডলকে রেকর্ড ভোটে জেতান।’’ অভিষেক নিশানা করেন বিজেপিকেও। বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিলীপ ঘোষেরা এই মাঠে সভা করে ২০০ কোটি টাকার প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোথায় গেল সেই প্যাকেজের প্রতিশ্রুতি! করোনা, প্রাকৃতিক দুর্যোগের সময় বিজেপি নেতাদের টিকিও দেখা যায়নি। দিল্লির নেতাদের কথা ছেড়েই দিলাম, স্থানীয় নেতাদেরও একদিনের জন্য দেখা যায়নি! কিন্তু তৃণমূল কংগ্রেসের বন্ধুরা সবসময় আপনাদের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। সুখ বা আনন্দের দিনে নয়, বিপদের দিনে আমাদের ডাকবেন। রাতে অ্যাম্বুল্যান্স জোগাড় করা থেকে অক্সিজেন— পৌঁছে দেবে আমাদের ছেলেরা।’’ বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যুতে এই আসনে অকাল নির্বাচন হচ্ছে। এদিন সভামঞ্চে জয়ন্ত নস্করের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বলেন, ‘‘আগামী দিনে গোসাবা দ্বীপের প্রতিটি মানুষের মনের মধ্যে থাকবেন জয়ন্ত নস্কর।’’ মঞ্চে জয়ন্তর ছেলে বাপ্পাদিত্য নস্কর ছিলেন।

আরও পড়ুন : হিমাচলে আটকে পড়া ৩ পরিবারকে উদ্ধার সেনার

 ‘‘খড়দহের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সেরা মানুষটিকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়’’, খড়দহে নির্বাচনী প্রচারে এসে এমনটিই দাবি করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘২১৩ জন বিধায়কের মধ্যে সবথেকে সৎ, শ্রদ্ধেয়, শ্রেষ্ঠ মানুষ হলেন খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি দলের প্রথম বিধায়ক, যিনি আজও সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দলটি করে যাচ্ছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী।’’

আরও পড়ুন : উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, আশায় পাহাড়

এদিকে “দিনহাটার মানুষের কাছে দ্বিতীয়বার ভুল শোধরানোর সুযোগ এসেছে”। নির্বাচনী সভায় বললেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সমর্থনে, দিনহাটা শহরে পাঁচমাথা মোড়ে। সায়নী ছাড়াও ছিলেন উদয়ন গুহ, গিরীন্দ্রনাথ বর্মন, বুলু চিক বড়াই, পরেশচন্দ্র অধিকারী, কমলেশ অধিকারী, পার্থপ্রতিম রায় প্রমুখ।

সায়নী বলেন, ‘‘দ্বিতীয় সুযোগ বারবার আসে না! দ্বিতীয়বার আপনাদের ভুল শোধরানোর সুযোগ এসেছে। অবশ্যই আমাদের আত্মসমালোচনা করার জায়গা রয়েছে। আমরাও বলতে পারি আমরা আগের থেকে ভাল রেজাল্ট করলাম না! কিন্তু সেই সুযোগটা প্রথমে আপনাদেরকে আমাদের দিতে হবে। তারপর যদি আমরা কাজটা না করতে পারি! তখন এসে আমাদের বলবেন। কিন্তু তার আগে তো সুযোগটা করে দিতে হবে! নিশীথ প্রামাণিককে আপনারা ভোট দিয়েছেন। যিনি সারাক্ষণ বঙ্গভঙ্গের কথা বলছেন।”

 

Latest article