লখনউ ফ্রাঞ্চাইজির মেন্টর হলেন গম্ভীর

Must read

প্রতিবেদন : কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির মেন্টর নিযুক্ত হলেন। অ্যান্ডি ফ্লাওয়ার লখনউ দলের হেড কোচ নিযুক্ত হওয়ার পরেই সঞ্জীব গোয়েঙ্কার দলের তরফে ঘোষণা করা হল গম্ভীরের নাম। কেকেআর-কে দু’বার চ্যাম্পিয়ন করা অধিনায়কের সঙ্গে লখনউ ফ্র্যাঞ্চাইজির দু’বছরের চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। লখনউ ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘‘আইপিএলে গম্ভীরের ট্র্যাক রেকর্ডই ওকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করার কারণ। কেকেআর অধিনায়ক হিসেবে গম্ভীরের রেকর্ডই বলে দেয়, ওর আইপিএলে সাফল্যের কথা। আইপিএলের মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে গম্ভীরের অভিজ্ঞতা থেকে দল উপকৃত হবে।’’

আরও পড়ুন : ফুটভলিতে মাতলেন বিরাটরা, ক্যাপ্টেনের সহকারী রাহুল

নতুন দায়িত্ব পেয়ে গম্ভীর ধন্যবাদ দিয়েছেন লখনউ ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। বলেছেন, ‘‘অসাধারণ একটা পরিকাঠামোর সঙ্গে যুক্ত থাকার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মিস্টার গোয়েঙ্কা ও আরপিএসজি গ্রুপকে। আমার মধ্যে এখনও প্রতিযোগিতা জয়ের আগুন জ্বলে। আমি শুধু ড্রেসিংরুমের জন্য লড়াই করব না। উত্তরপ্রদেশের আত্মার জন্য লড়াই করব।’’ এদিকে, দলের নেতৃত্বের দৌড়ে শোনা যাচ্ছে কে এল রাহুলের নাম। আট ফ্র্যাঞ্চাইজির ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে আগামী সপ্তাহের মধ্যে তিনজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে হবে দু’টি নতুন ফ্র্যাঞ্চাইজিকে। নিলামের আগেই রাহুলের সঙ্গে চুক্তি সেরে রাখলে অবাক হওয়ার কিছু নেই।

Latest article