অনলাইন ডেটিং

Must read

এক সময় ভারতে বহু পার্সি পরিবার বাস করত। কিন্তু সময়ের পরিবর্তনে তাঁদের অনেকেই নিজেদের দেশে ফিরে গিয়েছেন। তবে বেশ কিছু পার্সি পরিবার ভারতকে ভালবেসে এদেশেই থেকে গিয়েছেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় পার্সিদের অনেকেই নিযুক্ত ছিলেন। কিন্তু হঠাৎই পার্সি পরিবারের সদস্যসংখ্যা উদ্বেগজনকভাবে কমেছে। তার কারণ পার্সিদের বর্তমান প্রজন্মের মধ্যে বিয়ে করার অনীহা। তাই পার্সি পরিবারগুলিকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক উদ্যোগী হয়েছে। পার্সি তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের আগ্রহ তৈরি করতে কেন্দ্র অনলাইন ডেটিং প্রকল্প (Jiyo Parsi) চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে জিও পার্সি (Jiyo Parsi)। বর্তমানে পার্সি তরুণ-তরুণীদের মধ্যে ৩০ শতাংশের বেশি অবিবাহিত। এই সম্প্রদায়ের সন্তান উৎপাদনের হার মাত্র ০.০৮ শতাংশ। বর্তমানে প্রতি বছর গড়ে ৮০০ জন পার্সির মৃত্যু হয়। কিন্তু তাদের পরিবারে জন্মায় ২০০ থেকে ৩০০টি শিশু।

আরও পড়ুন:মেঘভাঙার খেলায়

Latest article