প্রতিবেদন : কেন্দ্রীয় সরকার না প্রাইভেট লিমিটেড কোম্পানি। সবে এয়ার ইন্ডিয়া বেচে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এলআইসি বেচার পরিকল্পনা চলছে। এই অবস্থায় সরকার বেচার পর্ব বন্ধ করেনি।
আরও পড়ুন-ব্যাঙ্ক দেউলিয়ায় কপাল পুড়তে চলেছে গ্রাহকদের
এবার বেচে দেওয়ার তালিকায় ২৫টি বিমানবন্দর। কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী এর তালিকা দিয়েছেন। এগুলি হল: নাগপুর, দেরাদুন, ত্রিচি, ইন্দোর, চেন্নাই, কালিকট, কোয়েম্বাটোর, ভুবনেশ্বর, পাটনার মতো বিমানবন্দর। এগুলি তিন বছরের মধ্যে বেচে দেওয়া হবে। তারপরের ধাপে রয়েছে মাদুরাই, তিরুপতি, রাঁচি, যোধপুর, রায়পুর, রাজামুন্ড্রি, ভদোদরা, অমৃতসর, সুরাট, হুবলি, ইম্ফল আগরতলা। কেন্দ্রের লক্ষ্য ২০ হাজার ৭৮২ কোটি টাকা জোগাড় করা। তাই এই নির্লজ্জ সিদ্ধান্ত।