সংবাদদাতা, নলহাটি : নলহাটি সিএডিসি মোড়ে অবৈধ পাথরবোঝাই গাড়ি আটকানোয় শারীরিক নিগ্রহের শিকার হতে হল নলহাটির ভূমি ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিক চিন্ময় বসাককে। সঙ্গী অফিসারদের উপরেও হামলা চলল। গুরুতর জখম চিন্ময় বসাক, আরও অফিসার মহম্মদ আবদুল্লাহ ও কিঙ্কর সর্দার স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান।
আরও পড়ুন-মলুটির মা মৌলিক্ষা কালী
বৃহস্পতিবার সিএডিসি মোড়ে সরকারি আধিকারিক চিন্ময়বাবু পুলিশ-সহ অন্য আধিকারিকদের নিয়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন। সে সময় বৈধ ডিসিআর ছাড়া একটি পাথরবোঝাই গাড়ি সেখানে এলে গাড়িটি আটক করেন তাঁরা। শুক্রবার দুপুরে গাড়ির মালিক মিলন শেখ তিন-চারজনকে নিয়ে গাড়ি ছাড়াতে চাপ সৃষ্টি করে। সুবিধা না পেয়ে কটু ভাষা ব্যবহার করলে চিন্ময়বাবু আরও অফিসার মহম্মদ আবদুল্লাহকে মোবাইলে তা রেকর্ড করতে বলেন। তখনই মিলন ও তার সাঙ্গোপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর শুরু করে। চিন্ময়বাবু বলেন, ‘গাড়ি হেফাজতে নেওয়ায় ছাড়া সম্ভব নয় জানালে তাতে কান না দিয়ে আমাদের মারধর করা হয়। সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ জানিয়েছি নলহাটি থানায়।’