সংবাদদাতা, ঝাড়গ্রাম : বাঁশি আর মাদলের বোল, সঙ্গে ঝুমুরের মূর্ছনায় সীমান্ত বাংলায় ছড়িয়ে পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সেবামূলক প্রকল্পের কথা। বাতাসে ভাসছে ঝুমুরের কলি— জঙ্গলমহলের রানি মমতাময়ী মা/ লতায় পাতায় কত ফুল, সবার সেরা ঘাস ফুল/ কন্যাশ্রী, যুবশ্রী আজ বাংলায় ঘটায় মহাবদল… ভাসছে জামবনির চিল্কিগড় অঞ্চলের হিজলি এলাকায়। কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদে হচ্ছে মিছিল আর পথসভা।
আরও পড়ুন-রামোসের হ্যাটট্রিকে শেষ আটে পর্তুগাল
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চলছে তৃণমূলের প্রচার। গানের কলি ছড়িয়ে পড়তে দূর থেকে এসে ভিড় করছেন মানুষ। মহিলাদের ভিড় নজরে পড়ার মতো। এই সভায় চিলকিগড়ের ৩০টির বেশি বিজেপি পরিবার তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন রাজ্য যুব তৃণমূল সহসভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা। ভাষণে কেন্দ্রের সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন দেবনাথ। বলেন, পাওনা টাকা দেওয়া বন্ধ করেছে। আমাদের প্রাপ্য ৫২ হাজার কোটি টাকা। মাত্র আট হাজার কোটি দিয়েছে। সেটাও এক বছর পর! তাই আমরা পথে নেমেছি। আমাদের নেত্রী মানুষের জন্য নিজেকে উজাড় করে দেন। তাঁর দেখানো পথে চলতে হবে সকল কর্মীকে। জামবনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চিল্কিগড় ৬ নং অঞ্চলের হিজলিতে সভায় ছিলেন মধুসূদন মুর্মু, তন্ময় পানি, হিমাংশু দত্ত প্রমুখ।