ছাত্র অনুপাত দেখেই শিক্ষক বদলি

ছাত্র অনুপাত দেখে শিক্ষক বদলি বিষয়টি স্থির করতে রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে ছাত্র-শিক্ষকের অনুপাতের হিসাব চাওয়া হয়েছে

Must read

প্রতিবেদন : শিক্ষাব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিল শিক্ষা দফতর। ছাত্র অনুপাত দেখে শিক্ষক বদলি বিষয়টি স্থির করতে রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে ছাত্র-শিক্ষকের অনুপাতের হিসাব চাওয়া হয়েছে। রাজ্য স্কুল দফরের তরফে দ্রুত এই তথ্য চাওয়া হয়েছে বিভিন্ন জেলার বিদ্যালয়ের পরিদর্শকদের কাছ থেকে। উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টে শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুনানির সময়ই বদলিনীতি নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন-মাদল-বোলে, ঝুমুর-সুরে সরকারি প্রকল্প

এই মামলার শুনানিতে সোমবার স্কুলের পরিদর্শকদেরই আদালতে ডাকা হয়। যদিও এর আগে থেকেই স্কুলগুলিতে ছাত্রের অনুপাত কত জানাতে নির্দেশ দেওয়া হয়। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, গত বছরের অগাস্ট মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় ২৫ হাজার শিক্ষক বদলি হয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এর মধ্যে প্রায় ২০ হাজার শিক্ষক বদলি হয়েছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। চার মাস আগেই বিভিন্ন স্কুলে শিক্ষকের সংখ্যা কত তা নিয়ে একটি তথ্য ও রিপোর্ট চাওয়ার কথা বলা হয়েছিল। তবে এই তথ্য নেওয়ার পর যে স্কুলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতে অনেকটাই ঘাটতি রয়েছে তার বিকল্প উপায় কী হবে তা নিয়েও ইতিমধ্যেই আলাপ-আলোচনা শুরু করেছেন দফতরের আধিকারিকরা।

Latest article