ফের এক্তিয়ারের বাইরে সিদ্ধান্ত বোসের, ক্ষোভ সর্বত্র

Must read

প্রতিবেদন : ফের অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও এক্তিয়ারবহির্ভূত সিদ্ধান্ত রাজ্যপালের (Governor CV Ananda Bose)। যাবতীয় রীতি-নীতির তোয়াক্কা না করে রাজ্যকে অন্ধকারে রেখে একতরফা ভাবে বুধবার আরও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। নজিরবিহীন ভাবে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে বসালেন তিনি। বিচারপতি থাকাকালীন শুভ্রকমল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ।
১. টিপু সুলতান স্বাধীনতা সংগ্রামী নন, এই বলে টিপু জয়ন্তী পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল তাঁর বেঞ্চ।
২. কর্নাটকের দুই সমাজকর্মী লোকায়ুক্ত আদালতে অভিযোগ করে, একটি মামলা ছাড়ার জন্য প্রধান বিচারপতিকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল।
৩. প্রধান বিচারপতির পদ থেকে তাঁকে সরানোর দাবিতে দেশের প্রধান বিচারপতির কাছে দরবার করে কর্নাটক হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।
৪. প্রধান বিচারপতি আদালতের কাজকর্ম পণ্ড করছেন, প্রশাসনিক অচলাবস্থা তৈরি করছেন।
৫. বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়াচ্ছেন।
৬. মামলা চলাকালীন এজলাসে অপ্রয়োজনীয় মন্তব্যে পরিবেশ নষ্ট ও বাকিদের অস্বস্তি।
৭. দুপুর দেড়টার পর তাঁর এজলাসে আর কোনও মামলা শোনা হয় না।
৮. আইনজীবীদের একাংশকে প্রকাশ্যে অন্যায় সুবিধা পাইয়ে দেওয়া
৯. আর্থিক অনিয়মের অভিযোগ উঠলেও তা অবশ্য প্রমাণিত নয়।
এই রকম একজনকে উপাচার্য পদে বসানোয় রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষামহলে। বিস্মিত শিক্ষামহল বলছে, অভূতপূর্ব ঘটনা। রাজ‌্যকে বাদ দিয়ে এভাবে উপাচার্য নিয়োগ করার এক্তিয়ার রাজ্যপালের (Governor CV Ananda Bose) আছে কি না বলা কঠিন। তাঁর এই অসাংবিধানিক সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছেন, রবীন্দ্রভারতীকে গিনিপিগ হিসেবে ব্যবহার করছেন রাজ্যপাল। তাঁর এই পদক্ষেপে শিক্ষায় গভীর সংকট নেমে আসছে।

আরও পড়ুন- দু’বার দেশের সেরার শিরোপা পেয়েছে বীরভূম জেলা

Latest article