উত্তরবঙ্গ সফর বাতিল করে কলকাতায় ফিরেই রিষড়ায় রাজ্যপাল, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস বোসের

Must read

রিষড়াকাণ্ডে (Rishra) উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। গত রবিবার রামনবমীর মিছিল ঘিরে রিষড়ায় অশান্তি শুরু হয়। সোমবার রাতে রিষড়া স্টেশনে অশান্তি ছড়ায়। এই ঘটনার জেরে জি ২০ আলোচনা সংক্রান্ত সফর বাতিল করে মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল। কলকাতায় ফিরেই রিষড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

রিষড়ার উদ্দ্যেশ্যে রওনা দেওয়ার আগে সংবাদবাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল (CV Ananda Bose) বলেন, যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে তাদের কোনওমতেই ছাড়া হবে না। যে কোনও মূল্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা একমাত্র লক্ষ্য। একইসঙ্গে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস রাজ্যপাল বোসের।

রিষড়ার অশান্তির জেরে শ্রীরামপুরেও জারি হয়েছে ১৪৪ ধারা। সোমবার রাত থেকে ট্রেন বন্ধ ছিল হাওড়া-বর্ধমান মেন লাইনে। পুলিশের গাড়ির উপর হামলা, বোমাবাজি চলে বলে অভিযোগ। অশান্ত হয়ে ওঠে রিষড়ার ৪ নং রেলগেট এলাকা। যার জেরে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। তবে রাত কাটতেই ফের সকাল থেকে স্বাভাবিক হয়েছে রেল পরিষেবা। যদিও এখনও আতঙ্কে থমথমে রিষড়া। যদিও ইন্টারনেট পরিষেবা বন্ধ এখনও।

আরও পড়ুন- হাওড়ায় রামনবমীর মিছিলে অশান্তি : গ্রেফতার বহিরাগত বিজেপি কর্মী

 

Latest article