বাংলাদেশ: বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু দোকান

Must read

বিধ্বংসী আগুন বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) বঙ্গবাজারে (Fire- Bongo Bazar)। মঙ্গলবার ভোরবেলায় বঙ্গবাজারে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে প্রায় দমকলের ৫০ টির বেশি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনাবাহিনীও। মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে একের পর এক দোকান।

আরও পড়ুন- হাওড়ায় রামনবমীর মিছিলে অশান্তি : গ্রেফতার বহিরাগত বিজেপি কর্মী

আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর মিলেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা জানা যায়নি। তবে বঙ্গবাজারের (Fire- Bongo Bazar) স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সেখানে প্রায় চার হাজারের মতো দোকান রয়েছে। তবে কখন আগুন নিয়ন্ত্রণে আসবে তা নিশ্চিত করতে পারেননি দমকল আধিকারিকরা। এই ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। ঘটনাস্থলে অনেক ব্যবসায়ীকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।

Latest article