প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেন রাজ্যপাল (Guv CV Ananda Bose)। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা করতে চেয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আদালতের নির্দেশ মেনেই তৎপরতার সঙ্গে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে এই আলোচনা চাওয়া হয়েছে বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, শীর্ষ আদালতের নির্দেশ মেনে বুধবারই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে৷ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দফতর বা রাজভবন থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার কালীঘাটে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, রাজ্যপাল (Guv CV Ananda Bose) যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানালাম৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, সেটি সঠিক সিদ্ধান্ত৷ উনি আলোচনায় বসতে চেয়েছেন এটা ইতিবাচক।