ক্লাসে নয়, আপনারা রাস্তাতেই থাকুন

শিক্ষকদের মিছিলের অনুমতি না দিয়ে চরম ভর্ৎসনা কোর্টের

Must read

প্রতিবেদন : যাঁরা রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের প্রতি ‘সহমর্মিতা’ অসম্ভব! শিক্ষকদের মিছিলের কথা শুনেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। পথে নেমে বিক্ষোভ দেখানো যেন ফ্যাশনে পরিণত হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠনের। এবার কলকাতা হাইকোর্টের কড়া ধমকের মুখে পড়তে হল শিক্ষক সংগঠনকে। বৃহস্পতিবার মিছিলের কথা শুনেই চরম ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কাজের সময়ে কেন মিছিল হবে? এদিন এই প্রশ্নই তুললেন প্রধান বিচারপতি। একাধিক দাবিতে গা-জোয়ারি করে শহরে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষক সংগঠন ‘বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন’। বৃহস্পতিবার শিক্ষক সংগঠনের সেই মিছিল করার আবেদন শুনেই রেগে যান প্রধান বিচারপতি। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির মন্তব্য, প্রতিদিন ১৫টি করে মিছিল হচ্ছে। আর নয়। ভিড় নিয়ন্ত্রণ করতে এবার পুলিশকে কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করতে দিন। পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন আরও বলেন, শিক্ষকদের আর স্কুলে পড়াতে হবে না, এবার রাস্তায় নেমে পড়ুন। মামলার শুনানি পুজোর আগে কোনওভাবেই সম্ভব নয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- সুপ্রিম–গুঁতোয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বোস

Latest article