নেতাজি চিরঞ্জীবী বললেন

নেতাজির আদর্শে দেশের প্রত্যেক মানুষ অনুপ্রাণিত। তিনি চিরঞ্জীবী। তাঁর মৃত্যু নেই। নেতাজির আদর্শে যুব সমাজকে এগিয়ে চলতে তিনি আহ্বান জানান।

Must read

প্রতিবেদন : নেতাজির ১২৬তম জন্মদিনে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেন, নেতাজি দেশনায়ক। নেতাজির আদর্শে দেশের প্রত্যেক মানুষ অনুপ্রাণিত। তিনি চিরঞ্জীবী। তাঁর মৃত্যু নেই। নেতাজির আদর্শে যুব সমাজকে এগিয়ে চলতে তিনি আহ্বান জানান।

আরও পড়ুন-নেহরু নয়, অর্থনৈতিক ভাবনার পথিকৃৎ নেতাজিই

রাজ্যপাল এদিন আবার বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন। নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি চলে যান বাগবাজার স্ট্রিটের এসবিআইয়ের শ্যামবাজার শাখায়। কর্মজীবনের প্রথম দিকে ওই শাখায় তিনি প্রবেশন অফিসার হিসাবে কাজ করেছেন। এসবিআইয়ের শ্যামবাজার শাখায় ১৯৭৪ সালের শেষ পর্বে প্রবেশন অফিসার হিসাবে কাজ শুরু করেন বর্তমান রাজ্যপাল। এদিন সেখান গিয়ে এসবিআইয়ের নানা বিষয় সম্পর্কে নিজের মতামত এবং কর্মজীবনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। রাজ্যপাল

Latest article