চোপড়ায় রাজ্যপাল, শুনলেন বিএসএফের বিরুদ্ধে গণঅভিযোগ

বোস যাওয়ায় ক্ষুব্ধ গদ্দাররা

Must read

প্রতিবেদন : তৃণমূলের চাপে পড়ে চোপড়ায় এলেন রাজ্যপাল (Governor Bose)। মৃত শিশুদের অসহায় বাবা-মায়েদের চোখের জলে বিহ্বল হয়ে পড়লেন তিনি। বিএসএফের গাফিলতিতে শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল গোটা বাংলা। নিন্দার ঝড় সমাজের সর্বস্তরে। কিন্তু নীরব কেন্দ্র, প্রতিক্রিয়াহীন গেরুয়া নেতারা। শেষপর্যন্ত তৃণমূলের চাপে পড়ে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলায় এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor Bose)। বলা যেতে পারে, আসতে বাধ্য হলেন। তৃণমূল কংগ্রেসের ১২ সদস্যের এক প্রতিনিধিদল ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে। তৃণমূল নেতৃত্ব চোপড়ায় শিশুমৃত্যুর ঘটনার পর থেকেই গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছে। বিএসএফের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই রাজ্যপালকে সামনে পেয়ে বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলের নেতারা। সাধারণ মানুষের কথাতেও তীব্র ক্ষোভের প্রতিফলন। এদিন দার্জিলিং মেলে চেপে কিষানগঞ্জে আসেন রাজ্যপাল। সেখান থেকে সড়কপথে ইসলামপুরে সার্কিট হাউসে পৌঁছন। সেখান থেকে চোপড়ার চেতনাগছের উদ্দেশে রওনা দেন। তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। মন্ত্রী গোলাম রব্বানী বলেন, আশা করছি নিরপেক্ষভাবে তিনি গোটা ঘটনা খতিয়ে দেখবেন এবং বিএসএফের এই গাফিলতির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন- ১০০ দিনের বকেয়া মেটাতে এবার টাস্কফোর্স গঠন রাজ্যের

Latest article