জেদ বজায় রেখে ধূপগুড়ির বিধায়ককে ফের চিঠি রাজ্যপালের, শনিবার রাজভবনে শপথ

Must read

ফের ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়কে (Nirmal Chandra Roy) শপথের জন্য চিঠি দিল রাজভবন। স্বৈরাচারী মনোভাব দেখিয়ে রাজ্যকে এড়িয়ে নিজের জেদ বজায় রেখে বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রীতি ভাঙলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিধানসভার পরিবর্তে নজিরবিহীনভাবে রাজভবনেই ধূপগুড়ির বিধায়কের শপথ গ্রহণ স্থির করলেন রাজ্যপাল। আগামী ৩০ সেপ্টেম্বর, শনিবার শপথগ্রহণ, সেই মর্মে ফের ধূপগুড়ির বিধায়কের কাছে ফের পৌঁছল চিঠি। রাজভবনে এসেই তাঁকে শপথ নিতে বলা হয়েছে। নবনির্বাচিত বিধায়কের সঙ্গে বিষয়টি নিয়ে পরিষদীয় দলের কথা হয়। তাঁদের সঙ্গে আলোচনা করে নির্মলবাবু শুক্রবারই কলকাতায় আসছেন। এরপর শনিবার রাজভবনে তাঁর শপথ।

পরিষদীয় দল চায় ধূপগুড়ি মানুষের স্বার্থে দ্রুত শপথ নিন নির্মলচন্দ্র রায় (Nirmal Chandra Roy)। তাই রাজ্যপালের একরোখা মনোভাবকে সমর্থন না করলেও রাজভবনে শপথের সিদ্ধান্ত গৃহীত হল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, শপথের দিন তিনি, স্পিকার, ডেপুটি স্পিকার সহ বিধানসভার কিছু আধিকারিক রাজভবনে উপস্থিত থাকবেন। ধূপগুড়ির মানুষের স্বার্থে দ্রুত শপথ নিন নির্মলচন্দ্র রায়, এটাই চায় পরিষদীয় দল।

আরও পড়ুন- ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির দিনেই অভিষেককে ফের ইডির সমন

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের ফলপ্রকাশের পরই নতুন বিধায়কের শপথ নিয়ে নানা জটিলতা তৈরি করেন রাজ্যপাল। বিধানসভার স্পিকারের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে ২৩ সেপ্টেম্বর অর্থাৎ গত শনিবার দিন স্থির করে বিধায়ক নির্মলচন্দ্র রায়ের কাছে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। যদিও সেই চিঠি অনেকটা দেরিতেই পান ধূপগুড়ির বিধায়ক। ততদিনে শপথের দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু রাজ্যপালের জেদ বজায় রাখতে ফের নতুন করে শপথের দিনক্ষণ জানিয়ে ধূপগুড়ির বিধায়ককে চিঠি দিয়েছে রাজভবন। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার রাজভবনেই শপথ নেবেন নির্মলচন্দ্র রায়।

Latest article